ইনকিলাব ডেস্ক : বোটানিক্যাল গার্ডেনের কৃত্রিম পরিবেশে ফুটল পৃথিবীর বিরলতম ও বৃহত্তম, এবং সম্ভবত সবচেয়ে দুর্গন্ধযুক্তও, প্রজাতির ফুল। তাও একটি নয়, দুই দুইটি। এই বিরল ঘটনা ঘটেছে আমেরিকার শিকাগো বোটানিক্যাল গার্ডেনে। সাত ফুট উচ্চতার এই ফুল দেখতে ভিড় জমিয়েছে হাজারো দর্শনার্থী। যদিও ফুল দুটি থেকে প্রকট মাংসপচা গন্ধ বের হচ্ছে। পরাগায়নের জন্য পোকা ও মাছিকে আকৃষ্ট করতেই এই গন্ধ ছড়ায় শবগন্ধী ফুল। শবগন্ধী ফুলের বৈজ্ঞানিক নাম ‘টাইটান অ্যারাম’। পৃথিবীতে শুধু এক জায়গায় এই ফুল প্রাকৃতিকভাবে জন্মায়। আর তা হলো- ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। কিন্তু বন উজাড়ের ফলে এর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। তাই বিশ^জুড়ে বোটানিক্যাল গার্ডেনগুলোতে এই ফুল প্রজনন ও সংরক্ষণ করা হচ্ছে। গার্ডেনের পক্ষ থেকে বলা হয়, তারা বিশ^জুড়ে বোটানিক্যাল গার্ডেনগুলোতে খোঁজ নিয়ে জেনেছে, শবগন্ধী ফুল ফোটার এ ধরনের ঘটনা হাতে গোনা কয়েকটি। এবং উত্তর আমেরিকায় এই প্রথম। গার্ডেনের প্রধান বৈজ্ঞানিক গ্রেগ মুলার বলেন, শবগন্ধী ফুল পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ফুলগুলোর একটি। এ ধরনের দুটি ফুলের একই সঙ্গে ফোটা এক বিরল ঘটনা। ৮ জুন পর্যন্ত ফুল দুটির প্রদর্শনী চালু থাকবে। আশা করা হচ্ছে, হাজার হাজার লোক ফুলটি দেখতে আসবে। তবে ফুল দুটি ইতিমধ্যে নেতিয়ে পড়ে বুজে এসেছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন