শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সিডনিতে নিরাপদে অবতরণ চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের ইস্টার্ণ এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৭৩৬ রোববার রাতে জরুরি অবতরণ করছে। বিমানটি সিডনি থেকে সাংহাই যাচ্ছিল। এয়ারবাস এ৩৩০ উড্ডয়নের পরপরই এর ইঞ্জিনের আবরণে বড় একটি ফুটো দেখা দিলে এটি জরুরি অবতরণে বাধ্য হয়। চায়না ইস্টার্ণ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ওসেনিয়া ক্যাথি ঝাং এক বিবৃতিতে বলেছেন, ‘বিমানের ক্রু বাম ইঞ্জিনের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর তিনি অবিলম্বে সিডনি বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’
যাত্রীরা অস্ট্রেলীয় গণমাধ্যমকে বলেন, বিমানটি বিকট শব্দ করছিল। হঠাৎ আমরা একটি পোড়া গন্ধ পাই।’ চালক তড়িঘড়ি না করে নিরাপদে অবতরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। এই ঘটনায় কেউ আহত হয়নি। বিমান বিশেষজ্ঞরা এই ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত করছেন। সূত্র : সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন