ইনকিলাব ডেস্ক : ভারতের বিমানবাহী রণতরী আইএনএস বিরাট-এ আগুন ধরে এক নাবিক মারা গেছে। এ সময় আহত হয়েছে তিন জন। মৃত নাবিক বিরাটের চিফ ইঞ্জিনিয়ারিং মেকানিক এবং তার নাম আশু সিং। গোয়ার হাসাপাতালে নেয়ার পর মারা যান তিনি। এছাড়া আগুন এবং ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়েছেন আরো তিন নাবিক। তাদের চিকিৎসা চলছে। অবশ্য তারা বিপদমুক্ত বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। খবরে বলা হয়, আইএনএস বিরাটে’র বয়লার রুমে গরম বাষ্প ছড়িয়ে পড়ে আগুনের সূচনা হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আইএনএস বিরাটকে রোববার বিকেলে গোয়াতে মোতায়েনের পর এই অগ্নিকা-ের সূচনা হয়। স্বাভাবিক তৎপরতার অংশ হিসেবেই গোয়াতে এ বিমানবাহী রণতরীকে মোতায়েন করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে আইএনএস বিরাটকে নৌবাহিনীর দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হবে। অবশ্য গতকালই শেষবারের মতো এ রণতরী থেকে আকাশে উড়েছে সি হ্যারিয়ার জঙ্গি বিমান। আর এ দিনটিতেই অগ্নিকা- ঘটলো। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন