শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে হামলায় নিহত ৭

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

তোরা বোরা পুনরুদ্ধারের দাবি কাবুলের
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী গারডেজে গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে তালেবান হামলায় অন্তত তিন পুলিশ ও চার জঙ্গি নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র নাজিব দানিশ এক টুইটার বার্তায় জানান, স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে আফগান ন্যাশনাল পুলিশের সদর দপ্তরের মূল দরোজায় এক জঙ্গি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপরই অন্য জঙ্গিরা হামলা শুরু করে। তবে বিক্ষিপ্তভাবে গোলাগুলি চলছে বলে বার্তা সংস্থা জানায়। বিস্ফোরণে প্রাদেশিক থানা ও একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসরকারি এক সূত্রে বলা হয়েছে, এই হামলায় ২৫ পুলিশ ও বেসামরিক লোক আহত হয়েছে। হামলার পরপরই আফগান বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। অপর এক খবরে বলা হয়, জিহাদি সংগঠন আইএসের দখল থেকে আফগানিস্তানের তোরা বোরা পার্বত্য এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে আফগান সেনাবাহিনী। খবরে বলা হয়, জিহাদিরা পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকার দখল নেয়ার মাত্র দু’দিনের মাথায় সেটি পুনর্দখল করল কাবুল বাহিনী। আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল তারিক শাহ বাহরামি বলেছেন, পাহাড়ের গুহা ও টানেলগুলোতে ভয়াবহ সংঘর্ষের পর জিহাদি সংগঠন আইএসের হাত থেকে নানগারহার প্রদেশের এই গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিদ্ব›দ্বী তালেবান জঙ্গিদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে লড়াই করে গত বৃহস্পতিবার তোরা বোরা’র দখল নিয়েছিল জিহাদি সংগঠন আইএস। পাহাড়ি এই এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং তারা পাকিস্তান থেকে অস্ত্র আনা নেয়ার কাজে এই এলাকাটি ব্যবহার করে থাকে। বাহরামি জানিয়েছেন, তোরা বোরা’য় সেনাবাহিনীর পুনরুদ্ধার অভিযানে ২২ জঙ্গি নিহত ও ১০ সন্ত্রাসী আহত হয়েছে। তিনি অবশ্য সংঘর্ষে সেনাবাহিনীর পক্ষে সম্ভাব্য হতাহতের খবর জানাননি। জিহাদি সংগঠন আন্তর্জাতিকভাবে আইএসআইল বা আইএস নামেও পরিচিত। এই গোষ্ঠীর মূল তৎপরতা ইরাক ও সিরিয়ায় হলেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে গত কয়েক বছর ধরে তারা দেশটিতে ঘাঁটি গেড়েছে। আফগানিস্তানে তালেবানের অন্তর্দ্ব›েদ্বর সুযোগ নিয়ে তারা নিজেদের কথিত খেলাফতের খোরাসান প্রদেশ প্রতিষ্ঠা করতে চায়। সিনহুয়া,পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন