ইনকিলাব ডেস্ক : বায়ুমÐলে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ অব্যাহত থাকলে আগামী শতাব্দীতে বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ তীব্র দাবদাহের শিকার হবে। নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে আসে। গবেষণায় জানা যায়, ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের ১ হাজার ৯০০-এর বেশি স্থানে গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৯৯৫ সালে শিকাগোতে প্রায় ৭৪০ জন, ২০০৩ সালে প্যারিসে প্রায় ৪ হাজার ৯০০ ও ২০১০ সালে মস্কোতে প্রায় ১০ হাজার ৮০০ জন তীব্র দাবদাহের কারণে প্রাণ হারিয়েছেন। গবেষকরা জানান, বায়ুমÐলের কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে চলতি শতাব্দীর শেষে বিশ্বের প্রায় ৭৪ শতাংশ জনগোষ্ঠী দাবদাহের শিকার হবে। তবে কার্বনের মাত্রা নিয়ন্ত্রণে সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করলে ২১০০ সাল নাগাদ এ সংখ্যা ৪৭ শতাংশে নামিয়ে আনা যাবে। গত বছর বিশ্বের ২২টি দেশে সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা ধারণ করা হয়েছে। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছে। গবেষণাটিতে দাবদাহপ্রবণ স্থানের কথা উল্লেখ করে গবেষকরা জানান, বর্তমান দূষণের মাত্রা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল, মধ্য ও দক্ষিণ ঐুক্তরাষ্ট্র, মধ্য এশিয়া, পাকিস্তান, ভারত এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার অধিকাংশ অঞ্চলে তীব্র দাবদাহ অনুভূত হবে। উল্লেখ্য, মানবদেহ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। তবে বাতাসে আর্দ্রতা অত্যধিক বৃদ্ধি পেলে ৩৭ ডিগ্রি তাপমাত্রাতেও প্রাণহানির ঘটনা ঘটে। ইনডিপেনডেন্ট, গেøাবাল নিউজ কানাডা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন