শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতে ফেসবুকে স্ত্রী বিক্রির বিজ্ঞাপন

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ধার করা অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ভারতের ইন্দোরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন পোস্ট করেছে! ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে তাকে এক লাখ রুপিতে বিক্রির প্রস্তাব দেয় ওই ব্যক্তি। ওই দম্পতি চার বছর আগে বিয়ে করে এবং তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত সোমবার এরোদ্রোম থানার দায়িত্বরত কর্মকর্তা বালবীর সিং সাংবাদিকদের বলেন, খারগন জেলার এক নারী ইন্ডিয়ান প্যানেল কোড সেকশন ৫০৯ (নারীকে অসম্মান) অনুযায়ী, তার স্বামী দিলিপের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ওই নারীর দাবি, তার স্বামীর বদভ্যাস টাকা ধার করা। স্বামীর এই বদভ্যাসের কারণেই তারা খারগন জেলার সানাওয়াদ থেকে ইন্দোরে চলে আসেন। কিন্তু ইন্দোরে এসেও তার স্বামী একই কাজ করা শুরু করে। সে তার স্বামীকে টাকা ধার করা থেকে বিরত করার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারপরই তার স্বামী ফেইসবুকে তাকে বিক্রির ওই বিজ্ঞাপন দেয়। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন