বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায়ের মাধ্যমে বিচার বিভাগ নিয়ে সরকারের চক্রান্ত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার বেলা ১১ টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগকে করায়ত্ত করার সরকারের যে দুরভিসন্ধি করেছিল সেই চক্রান্ত ব্যর্থ হলো। এই রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে রিজভী বলেন, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে। জনগণের মনে ন্যায় বিচারের নিশ্চয়তার আশ্বাস আরো গভীরভাবে প্রোথিত হলো।
তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদের যে কম্পোজিশন তাতে উচ্চ আদালতের বিচারকগণের অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত থাকলে সেখানে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো এবং নিরপেক্ষতা ও ন্যায় বিচার ক্ষুণ্ণ হতো।
বিচারকগণকে নানাভাবে প্রভাবিত করতে তারা চাপ প্রয়োগে সুযোগ পেত। কিন্তু সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে সংসদের মাধ্যমে ক্ষমতাসীনদের আদালতের ওপর অনাকাক্সিক্ষত হস্তক্ষেপের নিশ্চিত সম্ভাবনা দূরীভূত হলো।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন