ইনকিলাব ডেস্ক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে কম্পনের মাত্রা ছিল ৫.৯। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ১৩ মিনিটে ভূকম্পনটি আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিংঘাই প্রদেশের মেনইউয়ান থেকে ২২ কিলোমিটার দূরে এক জনবসতিহীন এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মেনইউয়ান ও এর আশেপাশের এলাকায় অর্ধ শতাধিক বাড়িঘরে ফাটল ধরাসহ বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। আক্রান্ত এলাকায় সাতশ তাঁবু পাঠিয়েছে কর্তৃপক্ষ। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন