শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মধ্য আফ্রিকায় লরি দুর্ঘটনায় নিহত ৭৮

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পণ্য ও যাত্রীবোঝাই একটি ট্রাক-লরি দুর্ঘটনায় কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭২জন। গভীর রাতে রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্য ও যাত্রী নিয়ে ট্রাকটি মালুম গ্রামের হাটে যাচ্ছিল। বাম্বারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চাম্বারলাইন বলেছেন, এই মুহূর্তে আমরা ৭৮জন মৃত ও ৭২জন আহত নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কয়েকজন মারা গেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন