ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে উপনির্বাচনের সময় ফারুক আহমেদ দার নামে এক স্থানীয় যুবককে গাড়ির সামনে বেঁধে ঢাল হিসাবে ব্যবহার করেছিল ভারতের সেনা বাহিনী। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। এবার সেই যুবককে ১০ লক্ষ রুপি ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন। নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারকে ছ’সপ্তাহ সময় দেয়া হয়েছে। কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি বিলাল নাজকি জানিয়েছেন, যুবককে যে হেনস্থা করা হয়েছে তাতে কোনো সংশয় নেই। ফলে মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছে তাকে। যার দাগ সারা জীবন থেকে যাবে। এনডিটিভি, পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন