শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে তীর্থযাত্রী বাসে হামলায় নিহত ৭

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে অমরনাথের তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলার ঘটনায় ছয় নারীসহ সাতজন নিহত হয়েছেন। গত সোমবার রাত প্রায় সাড়ে ৮টায় রাজ্যের অনন্তনাগ জেলায় হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এ হামলা অন্যতম; এতে আরো অন্তত ১৯ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মুফতি বলেছেন, আমাদের মূল্যবোধ ও ঐতিহ্যের ওপর এই হামলা চালানো হয়েছে। এই জঘন্য অপরাধে জড়িতদের শিকড় উপড়ে ফেলতে একটি পাথরও উল্টানো ছাড়া ফেলে রাখবো না আমরা। হামলায় আহতদের দেখতে অনন্তনাগের হাসপাতালে গিয়েছিলেন তিনি। একে সন্ত্রাসী হামলা বর্ণনা করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাপুরুষোচিত এসব হামলার কাছে ভারত কখনো নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন তিনি। ৪০ দিনব্যাপী দক্ষিণ কাশ্মীরের পর্বতমালার উঁচুতে অবস্থিত অমরনাথ গুহামুখি যাত্রাটি ২৮ জুন শুরু হয়েছে। এই যাত্রা উপলক্ষে স্যাটেলাইট ট্র্যাকিংসহ তীর্থযাত্রীদের ও তাদের যাতায়াতের পথগুলোর নিরাপত্তায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। খবরে বলা হয়, পহেলগাম থেকে ৫০ কিলোমিটার দূরে, একটি উপত্যকার শেষ প্রান্তে গিরিসঙ্কটের মধ্যে অবস্থিত একটি মন্দির পরিদর্শন শেষে ফিরে আসার সময় তীর্থযাত্রীদের বহনকারী বাসটি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। জম্মু ও কাশ্মীর রাজ্য পুলিশ জানিয়েছে, স্বাধীনতাকামী লস্কর ই তৈয়বা হামলা চালিয়েছে এবং এ হামলার পরিকল্পনা করেছে ইসমাইল। হামলার শিকার বাসটি গুজরাটে রেজিস্ট্রিকৃত। এনডিটিভি, পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন