শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আইফোনের জন্য নবজাতক বিক্রি শ্রীঘরে বাবা-মা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে আইফোন কেনার জন্য ১৮ দিনের মেয়েশিশুকে বিক্রি করে দিয়েছিল এক বাবা। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই শিশুর বাবা দুয়ানকে তিন বছরের কারাদ- দিয়েছে স্থানীয় এক আদালত। এ ঘটনায় শাস্তি দেয়া হয়েছে শিশুটির মাকেও। সম্প্রতি দক্ষিণ-পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের টংগ্যাংন এলাকায় এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে। স্থানীয় পিপলস ডেইলি অনলাইন’র বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, অল্পবয়সে বিয়ে করেছিল দুয়ান নামের ওই চীনা তরুণ। বিয়ের কিছুদিন না যেতেই গর্ভবতী হয় তার স্ত্রী জিয়াও মেই। তখন তাদের দু’জনেরই বয়স মাত্র ১৯। যথারীতি শিশুটির জন্ম হয়। এরপরই তাকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা করে দুয়ান ও তার স্ত্রী। চীনা সামাজিক মাধ্যম কিউকিউ’তে এক ক্রেতাও জুটে যায় দুয়ানের। ওই ব্যক্তির হাতেই নিজের ১৮ দিনের মেয়েকে তুলে দেয় সে। বিনিময়ে আড়াই হাজার ইউরো পকেটস্থ করে দুয়ান। এ দিয়ে একটি আইফোন ও মোটরবাইক কেনার খায়েশ ছিল ওই তরুণের। কিন্তু ঘটনা জানাজানি হওয়ায় তার সে পরিকল্পনা ভেস্তে গেছে। এ সম্পর্কে তার স্ত্রী জিয়াও মেই সাংবাদিকদের জানায়, তার রোজগারেই সংসার চলত। ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন