শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তেল আবিবে জঘন্য হত্যাকান্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেল আবিবে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবারের ভয়াবহ এই হামলায় এক মার্কিন পর্যটক নিহত ও ১২ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের জাফা, পেতাহ, তিকবাহ্ ও জেরুজালেমে আজকের জঘন্য হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাচ্ছে। ভয়াবহ এই হামলায় মার্কিন নাগরিক টেইলর অ্যারেন ফোর্স নিহত ও আরো বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছে। ২১ বছর বয়সী এক ফিলিস্তিনী এই হামলা চালিয়েছে। তার বাড়ি দখলকৃত পশ্চিত তীরে। পুলিশ জানায়, ইসরাইলের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন যে স্থানটিতে বৈঠক করছিলেন তার কাছেই পুলিশের গুলিতে ওই ফিলিস্তিনি হামলাকারী নিহত হয়। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় নিহত মার্কিন নাগরিক টেইলর ফোর্সের বয়স ২৯ বছর। তার বাড়ি টেক্সাসে। তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র ছিলেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন