ইনকিলাব ডেস্ক : ভারতে কথিত গোরক্ষকদের তাÐব চলছেই। এবার মহারাষ্ট্রের নাগপুরে গরুর গোশত বহনের সন্দেহে এক মুসলিম যুবককে বেধড়ক পিটিয়েছে কথিত গোরক্ষকরা। গত বুধবার মহারাষ্ট্রের নাগপুরের ভারসিঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। স্কুটারে করে গোশত নিয়ে যাওয়া হচ্ছে, এই সন্দেহে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় ওই যুবককে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চার জনকে আটক করেছে নাগপুর থানার পুলিশ। স্কুটার থেকে পাওয়া গোশত উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে, স্কুটারের ডিকিতে করে সবজি নিয়ে যাচ্ছিলেন স্থানীয় সেলিম ইসমাইল শাহ (৩৬) নামের এক ব্যক্তি। সেই সময়ই তার স্কুটারে গোশত রয়েছে এই অভিযোগে সেলিমের উপরে চড়াও হয় চারজনের একটি দল। সেলিমের স্কুটার থামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয় তাকে। সেলিমের উপর এলোপাতাড়ি লাথি, চড়, কিল, ঘুষি মারতে থাকে দুর্বৃত্তরা। সেলিমের স্ত্রী জানান, শরীরের ভিতরে একাধিক আঘাত পেয়েছেন সেলিম। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই চার যুবক স্থানীয় বিধায়ক বাচু কাদুর প্রহর সংগঠন-এর সদস্য। মাসখানেক ধরেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিরোনামে উঠে আসছে গোরক্ষক বাহিনীদের তাÐব। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন