শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চোখ থেকে বের হল ২৭টি কন্ট্যাক্ট লেন্স

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যে ছানি অপারেশন করতে গিয়ে এক নারীর চোখ থেকে বের হয়েছে ২৭টি কন্ট্যাক্ট লেন্স। চোখে ছানি পড়েছে ভেবে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন ৬৭ বছরের ওই মহিলা। তখনই পরীক্ষার পর দেখা যায় চোখের মধ্যে আটকে রয়েছে কনট্যাক্ট লেন্স। যার জন্যই মূলত দৃষ্টিশক্তি কমে গিয়েছিল তার। এরপরই চোখে আটকে থাকা কনট্যাক্ট লেন্সগুলো বের করেন চিকিৎসক। প্রথমে ১৭ টি কনট্যাক্ট লেন্স দেখা গেলেও আরও ভালভাবে পরীক্ষা পর দেখা যায় সংখ্যাটি আসলে ২৭। খবরে বলা হয়, গত ৩৫ বছর ধরে ওই নারী মান্থলি ডিসপোজেবল কনট্যাক্ট লেন্স ব্যবহার করে আসছেন। কিন্তু এতগুলো লেন্স কতদিন ধরে তার চোখে আটকেছে তা স্পষ্ট নয়। কোনও সময় চোখ থেকে কনট্যাক্ট লেন্স বের করতে চাইলে তিনি সেটি খুঁজে পেতেন না বলে চিকিৎসকদের জানিয়েছিলেন। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন