শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্প দংশনে স্কুলছাত্রীর মৃত্যু

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : দৌলতপুরে সাপের কামড়ে জেরিনা খাতুন ওরফে জারিন (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার দৌলতখালী গ্রামের হাবিবুল্লাহ্র মেয়ে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে স্কুলছাত্রী জারিনকে বিষধর সাপে কামর দেয়। এসময় স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জারিনের মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্রী কিশোরীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন