ইনকিলাব ডেস্ক : যৌন নিপীড়নের অভিযোগ প্রশ্নে নীরবতা ভেঙেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান। গত মঙ্গলবার ইমরান ছাড়াও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন দলের সাবেক নেত্রী আয়েশা গুলালাই। অভিযোগকে গুজব আখ্যা দিয়েছেন ইমরান। তিনি দাবি করেছেন, এই অভিযোগের নেপথ্যে নওয়াজ শরিফ পরিবারের হাত রয়েছে। গুলালাইয়ের অভিযোগ, ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন। তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে চরিত্রহীন বলেও অভিহিত করেন তিনি। অবশ্য, অভিযোগ নাকচ করে দিয়ে পিটিআই বলছে আসন্ন সাধারণ নির্বাচনে টিকেট না পাওয়ায় মিথ্যা রটনার আশ্রয় নিচ্ছেন আয়েশা গুলালাই। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন