প্রধান বিচারপতির রায়ে একদলীয় মানসিকতা না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, প্রধান বিচারপতির রায়ে একদলীয় মানসিকতা না থাকায় আপনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। বিচারপতিদের ডাকাচ্ছেন। মন্ত্রীদের পাঠাচ্ছেন। এদেশের মানুষ এই অন্যায়, দুঃশাসন দেখছে। মানুষ কখনো এসব মেনে নেবে না।
রিজভী বলেন, আপনার পিতার হত্যাকারীরা আপনার দলের মধ্যেই লুকিয়ে আছে। প্রকৃত হত্যাকারীদের নিয়ে আপনার কোনো ক্ষোভ নেই। প্রধান বিচারপতি বলেছেন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে রাঘব-বোয়ালরা জড়িত। এই রাঘব-বোয়ালরা আপনার ডানে-বামে রয়েছে। আর খন্দকার মোস্তাক যদি কবর থেকে উঠে এসে বলে, আমি আপনার নেতৃত্ব মেনে নিয়েছি। তখন তাকেও আপনি মেনে নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন