বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্শাল দ্বীপে সমুদ্রের পানি বাড়ছে

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্শাল আইল্যান্ডের নিচু এলাকার বাসিন্দারা গত শুক্রবার চলমান বন্যা পরবর্তি প্রস্তুতি গ্রহণ করছে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে। দেশটিতে ধারাবাহিকভাবে বন্যা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। চলতি সপ্তাহে মার্শালের বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা বিরাট ঢেউ ও ঝড়ের কবলে পড়ে প্লাবিত হয়েছে। প্রকৃতি এলাকাগুলোর ওপর তা-ব চালিয়ে তার ধ্বংসলীলার চিহ্ন রেখে গেছে। রাস্তাঘাট, উঠান ও বাড়িঘরে ইটপাটকেল ও ধ্বংসস্তূপ পড়ে আছে। প্রচ- শক্তিশালী বাতাসে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিগত দুই বছরের তুলনায় এবার ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এতে কেউ আহত হয়নি। শুক্রবারের মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে। সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়ায় পরবর্তিতে বন্যার সময় পানি আরো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন