শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২ সেনা নিহত

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের কাঁকেরে মাওবাদী হামলায় নিহত হলো দুই বিএসএফ জওয়ান এবং আহত হয়েছে আরও ৪ জন। এই এলাকা দীর্ঘ দিন ধরে মাওবাদী আস্তানা হিসেবে পরিচিত। এখানে ভারত সরকারের কেন্দ্রীয় বাহিনীসহ স্থানীয় পুলিশ ও অন্যান্য বাহিনীর লোকরা মাওবাদীদের উৎখাত করার জন্য প্রস্তুত। সরকারি বাহিনী ও স্থানীয় বাহিনীগুলোর আন্তরিক চেষ্টা থাকলেও মাওবাদীরা অনেকাংশে রয়ে গেছে অধরা। বিএসএফ এবং জেলা পুলিশের একটি দল রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় পাখানজোরের জঙ্গলের কাছে অতর্কিতে গত শুক্রবার গোলাগুলি শুরু হয়ে যায় মাওবাদীদের পক্ষ থেকে। গুলি শুরু হয়ে গেলে পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরাও। মাওবাদীদের চালানো এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও চার জন। আহতদের উদ্ধার করে রাইপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকেরের ডিএসপি জয়ন্ত বৈষ্ণব জানান, ছোটেবেথিয়া ক্যাম্প থেকে বিএসএফ ও পুলিশের যৌথবাহিনী পাখানজোরের জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল। এই অভিযানের উদ্দেশ্য ছিল মাওবাদীদের আস্তানা শনাক্ত করা ও তাদের ভলো মতো শায়েস্তা করা। শুক্রবার গভীর রাতে সরকারি বাহিনী যখন বেচা গ্রামের কাছে পৌঁছায় তখনই পূর্বে প্রস্তুত থাকা মাওবাদীরা হামলা চালায়। যেহেতু মাওবাদীরা ওঁৎ পেতে গোলাগুলি শুরু করে জওয়ানেরাই প্রথম আক্রান্ত হয়, তাতে নিহত হয় দুই জোয়ান। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন