ইনকিলাব ডেস্ক : আল সিসি সরকারের শাসনাধীনে মিশর এখন গুমের দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। ২০১৫ সালের মার্চে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাগদি আবদেল গাফফারকে নিয়োগ দেয়ার পর থেকে বল প্রয়োগের মাধ্যমে বিরোধীদের গুম করে স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল সিসির অবৈধ সরকারের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে কয়েকটি সংগঠন। অর্থনৈতিক মন্দার দরুণ সৃষ্ট অসন্তোষ ও উত্তর সিনাইয়ে আইএস সম্পর্কিত বিদ্রোহ দমনে সিসি সরকার বেসামরিক লোকদের গুম ও হত্যা করছে বলে অভিযোগ করেছে সংস্থাগুলো। মিশরের অধিকার ও স্বাধীনতা সহায়ক সংস্থা দাবি করেছে ২০১৫ সালে কমপক্ষে ১,৮৪০টি গুমের মামলা নথিভুক্ত করা হয়েছে। নাদিম সেন্টার নামের একটি সংস্থা জানিয়েছে, এ বছরের জানুয়ারি মাসে কমপক্ষে ৬৬ জন গুম হওয়ার ঘটনা ঘটেছে। ইউরোপিয়ান পার্লামেন্ট নাদিম সেন্টারের রিপোর্টটি আমলে নিয়েছে। অব্যাহত খুন, বিচারবহির্ভূত হত্যাকা- ও জোর করে গুম করার ঘটনায় মিশরীয় কর্তৃপক্ষের উদাসীনতার কঠোর সমালোচনা করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বিচার বিভাগ, নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমসহ প্রধান প্রধান ক্ষেত্রে মিশরীয় সেনাবাহিনী প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে যে অভিযোগ পাওয়া গিয়েছিল নির্বিচারে গুম ও খুনের ঘটনা এ অভিযোগের সত্যতা নিশ্চিত করছে। মানবাধিকার সংগঠনগুলো আরো জানায়, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতের নামে বিরোধীদের ওপর সীমাহীন নির্যাতন চালানো নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিনা বিচারে অভিযোগ থেকে মুক্তি পাচ্ছে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন