ইনকিলাব ডেস্ক : জেলে গিয়ে কে আর পচতে চায়? তবে এ জেল দেখে অনেকেই নিশ্চয় হাত কচলাবেন। ভাবতে বাধ্য হবেন, এমন জেল হলে সেখানে থাকাই ভালো। কারণ? এ জেল তো জেল নয়, আগাগোড়া ফাইভ স্টার হোটেল! বিশ্বাস না হয় নিজের চোখেই দেখুন না এই জেলের অন্দরমহল। অস্ট্রিয়ায় অবস্থিত জেলটির নাম জাস্টিস সেন্টার লিওবেন। জোসেফ হোসেনসিন এর নক্সা তৈরি করেন। ২০০৪ সালে নভেম্বরে জেলটা তৈরি হয়। বর্তমানে বন্দির সংখ্যা ২০৫। কারো যদি একা সময় কাটাতে ইচ্ছা করে? তাও হবে। বারান্দায় বসে দেখতে পারেন পাহাড়ি ভিউ। হ্যাঁ, জেলেরই অন্দরমহল। ডাইনিং প্লেস। সঙ্গে রয়েছে এলাহি খাবারের ব্যবস্থাও। রয়েছে সুইমিং পুল। ইচ্ছা করলে বন্দিরা বাস্কেট বল, টেবিল টেনিসও খেলে নিতে পারেন। এ যেন ঠিক হোটেলের রুম! ঝকঝকে গদি বিছানা, পাশে আরামদায়ক সোফা। জেলে থাকলে নাকি পাথর কাটতে হয়, চাক্কি পিষতে হয়? কে জানত, জেলে সুঠাম শরীরের জন্য জিমেরও বন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে নিজের ইচ্ছা মতো বন্দিরা খাবারও বানাতে পারেন। কফিতে চুমুক দিতে দিতে পছন্দের চ্যানেলও দেখতে পারেন টিভিতে। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন