ইনকিলাব ডেস্ক : ভারত সরকার অবশেষে ফেন্সিডিল উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করেছে। স্থানীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার গত শুক্রবার যে ৩৫০টি ওষুধ নিষিদ্ধ ঘোষণা করেছে, তার মধ্যে কাশের সিরাপ হিসেবে দেশটিতে সহজলভ্য ফেন্সিডিলও রয়েছে। এসব ওষুধ উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করেছে ভারত সরকার। প্রতিবেদনে আরো বলা হয়, এসব ওষুধের কোনো যৌক্তিক কার্যকারিতা নেই। ভারত থেকে চোরাইপথে আসা ফেন্সিডিল বাংলাদেশের অন্যতম নেশা জাতীয় পণ্যে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, ফেন্সিডিলে বাংলাদেশের যুব সমাজের একটি বিশাল অংশ আসক্ত হয়ে পড়েছে। গত শুক্রবার থেকেই ফেন্সিডিলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার নাগাদ এ সংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন