শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

ত্রাণ না দিয়ে সরকার মুখের জোরে জনগণকে বিভ্রান্ত করছে: ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১:১০ পিএম | আপডেট : ১:১২ পিএম, ১৯ আগস্ট, ২০১৭

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা না দিয়ে সরকারের মন্ত্রীরা শুধু মুখের জোরে জনগণকে বিভ্রান্ত করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন