ভারতের ম্যাকডোনাল্ডসের ভক্তদের জন্য দুঃসংবাদ। স্থানীয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিলের জেরে দেশটিতে বন্ধ হচ্ছে মার্কিন ফুড রেস্টুরেন্টটির ১৬৯টি আউটলেট। শুধু তাই নয়, ম্যাকডোনাল্ডসের এমন সিদ্ধান্তে কাজ হারাতে যাচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ। ফাস্টফুড চেইনের ভারতীয় সাবসিডিয়ারি প্রতিষ্ঠানটি জানায়, ম্যাকডোনাল্ডসের উত্তর ও পূর্ব ভারতের ফ্র্যাঞ্চাইজি কনট প্লাজা রেস্টুরেন্ট লিমিটেডের (সিপিআরএল) সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। চুক্তির শর্ত লঙ্ঘন এবং ঠিকঠাকমতো অর্থ পরিশোধ না করায় সিপিআরএলের সঙ্গে চুক্তি বাতিল হয়েছে বলে জানানো হয়। তবে দক্ষিণ ও পশ্চিম ভারতের আউটলেটগুলো খোলা থাকবে। এর কারণ এখানকার আউটলেটগুলো অন্য ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করে। ম্যাকডোনাল্ডসের প্রত্যাশা, শিগগিরই এ দুই অঞ্চলে নতুন ফ্র্যাঞ্চাইজি অংশীদার পাওয়া যাবে। বিবিসি, এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন