বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপির ‘ষড়যন্ত্র’ ভণ্ডুল হয়ে যাওয়ায় দলটি আবোল-তাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ কথা বলে ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপি যে ফায়দা লুটতে চেয়েছিল তা ভণ্ডুল হয়ে গেছে। তাদের ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাওয়ায় দলটি এখন আবোল-তাবোল বকছে।
তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচার শেষ হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন