ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কারামুক্ত বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ নেতারা যেসব বক্তব্য দিচ্ছেন তা আদালত অবমাননার সামিল। আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। এ রায়ের পর বর্তমান সরকারের চেহারা জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে। এ রায়ের পর সরকারের পদত্যাগ করা উচিত ছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন