ইনকিলাব ডেস্ক : বলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে এক ব্যক্তি চাপাতি নিয়ে দুই সৈন্যের ওপর হামলা চালানোর পর গুলিতে নিহত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই হামলাকারী রাস্তায় আহত হওয়ার পর হাসপাতালে মারা যায়। আক্রান্ত সৈন্যদের একজনের মুখে চাপাতির কোপ লেগেছে, অপরজন হাতে আঘাত পেয়েছেন। প্রকাশিত ছবির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলাস্থলটি পুলিশ ও সেনারা ঘিরে রেখেছে। গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সৈন্যদের উপস্থিতি একটি সুপরিচিত দৃশ্য হয়ে উঠেছে। রয়টার্স, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন