ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে নিবন্ধন শেষে সরকারি মাদরাসার মতো সুযোগ-সুবিধা দাবি করেছে রাজ্যের ২৩৪টি মাদরাসা। কিন্তু সরকার এ দাবি না মানায় আন্দোলনে নামতে যাচ্ছেন এসব মাদারাসার শিক্ষক-শিক্ষার্থীরা। খবরে বলা হয়েছে, রাজ্য সরকার অননুমোদিত মাদারাসাগুলোর নাম ও তথ্য সরকারিভাবে নিবন্ধিত করতে। এতে সাড়া দেয় ২৩৪টি মাদরাসা। এখন তাদের দাবি, সরকারচালিত (আলিয়া) মাদরাসাগুলোর অনুরূপ সুযোগ-সুবিধা তাদের দিতে হবে। কিন্তু সরকার বলছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা মাদারসাগুলো রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের কিছু সুযোগ-সুবিধা পাবে; তবে সেটা পুরো সরকারি প্রতিষ্ঠানের মতো নয়। এতে চাহিদামতো সুবিধা ও অর্থ না পেয়ে এখন নতুন করে আন্দোলনের পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওই ২৩৪টি মাদরাসা। এরআগে মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের ১০ হাজার বেসরকারি মাদরাসার নাম সরকারি খাতায় তোলা হবে। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংখ্যালঘু এবং মাদরাসা শিক্ষা দফতর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, সরকারি দফতরে নিবন্ধিত হলে মাদরাসাগুলো রাজ্য ও কেন্দ্রীয় সরকার অবকাঠামোগত ছাড়াও সাংসদ তহবিল ও বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা পাবে। এতে সাড়া দেয় ওই ২৩৪টি মাদরাসা। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন