শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বার্সেলোনায় পাঁচ লাখ মানুষের পদযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পেনে সা¤প্রতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যের ডাকে সব ধরনের বিভেদ ভুল রাস্তায় নেমে এল প্রায় ৫ লাখ মানুষ। গত শনিবার তাদের পদযাত্রায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে স্পানিসদের শক্তিশালী ঐক্যের নজির স্থাপিত হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা সেøাগান দেয়, ‘আমরা ভীত নই।’ ১৭ আগস্ট বার্সেলোনার লাস রামবøাস শহরে প্রাণঘাতী হামলার পর স্পেনে ঐক্যের এই পদযাত্রা হলো। কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রশাসন এই পদযাত্রার মাধ্যমে ঐক্যের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছে। জরুরিসেবা বিভাগের কর্মী, ট্যাক্সি চালক, পুলিশ, নগরবাসীসহ সর্বস্তর থেকে সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। এই প্রথমবারের মতো শনিবার স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবং ঊর্ধ্বতন কাতালান ও স্পানিস কর্মকর্তারা। অগ্রভাগের পদযাত্রাকারীদের হাতে রাস্তাজোড়া ব্যানার ছিল। স্থানীয় কাতালান ভাষায় এতে লেখা ছিল, ‘নো টিংক ফর’, যার অর্থ ‘আমি ভীত নই’। স¤প্রতি স্পেনের বার্সেলোনায় পৃথক দুটি সন্ত্রাসী হামলায় নিহত ১৫ জন এবং এ ঘটনায় আহত হয় ১২০ জন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন