শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিক্ষোভকারীকে আইএস সমর্থক বললেন ট্রাম্প

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ডেটন শহরে অনুষ্ঠিত এক সমাবেশে আকস্মিকভাবে এক বিক্ষোভকারী মঞ্চে ঝাঁপিয়ে উঠলে ট্রাম্প স্তব্ধ হয়ে বক্তব্য বন্ধ করে দেন। পরে ওই বিক্ষোভকারীকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ‘আইএস সমর্থক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। গতকাল রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয় শনিবার এমনই ঘটনা ঘটেছে। ট্রাম্প বলেন, ‘এই ব্যক্তিকে জেলে পাঠানো উচিত। সে সম্ভবত আইএস সমর্থক।’ তবে এ ঘটনায় ট্রাম্প অক্ষত রয়েছেন। বিক্ষোভকারী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ইসলাম ও মুসলমান সম্পর্কে বিতর্কিত মন্তব্য, কর্মী ভিসা, সামাজিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতিবাদ জানাতেই ওই বিক্ষোভকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার শিকাগোতে ট্রাম্পের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নির্ধারিত নির্বাচনী র‌্যালি বাতিল করেন ট্রাম্প। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন