শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্ষেপণাস্ত্রতঙ্কে জেগে উঠল লাখো মানুষ

জাপানের ওপর দিয়ে উড়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভয়ে গতকাল মঙ্গলবার জাপানে সতর্কতামূলক বার্তা দেয়ার পর দেশটিতে হুলস্থুল কান্ড শুরু হয়। অশুভ লিখিত মেসেজ পেয়ে লাখ লাখ মানুষ ঘুম থেকে জেগে ওঠে। বার্তায় জনগণকে নিরাপদ অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি যাওয়ার কথা ছিল জাপানের উত্তরাংশ দিয়ে। ফলে ওই এলাকায় সতর্কতার জন্য সাইরেন বাজানো হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ দিয়ে গর্জন করতে করতে দুই মিনিট পর প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। তার আগে সরকারের পক্ষ থেকে জনগণকে মোবাইলে লিখিত মেসেজ দেয়া হয়- ক্ষেপণাস্ত্র পার হচ্ছে। আরেকটি মেসেজে বলা হয়- কিছুক্ষণ আগে এ এলাকা দিয়ে দৃশ্যত একটি ক্ষেপণাস্ত্র পার হয়েছে। আপনি যদি কোনো সন্দেহজনক কিছু দেখেন তাহলে তার কাছে না গিয়ে বরং দ্রæত পুলিশ অথবা ফায়ার সার্ভিসকে খবর দিন। দয়া করে নিরাপদ ভবনে অথবা আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিন। উত্তর কোরিয়া আজ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যা জাপানের আকাশসীমা দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২,৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে। সা¤প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার ব্যাপক উত্তেজনা চলছে তবে আজকের এ ঘটনার পর জাপানের জনগণ সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। খবরে বলা হয়, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র জাপানের উত্তর-পূর্বাংশের হোক্কাইডো প্রদেশের দ্বীপ এলাকা অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপান জরুরি সতর্কতা জারি করলেও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার কোনো উদ্যোগ দেখা যায়নি। শুক্র ও শনিবার কয়েক দফা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে বর্ণনা করেছেন নজিরবিহীন হুমকি হিসেবে। সা¤প্রতিক সময়ে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গেলেও তা জাপানের উপর দিয়ে উড়ে যাওয়ার ঘটনা বিরল। রয়টার্স লিখেছে, উত্তর কোরিয়ার ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল্লার একটি হোয়াসং-১২ মিসাইল বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়ার মধ্যেই এর পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। জাপানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের ওপরে ছিল। উত্তর কোরিয়া সুনান থেকে প্রায় ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তিনটি অংশে ভাগ হয়ে যায়। তার আগেই নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয় জাপান সরকারের পক্ষ থেকে। কিওডো, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
john uddin ৩০ আগস্ট, ২০১৭, ৫:৫৩ এএম says : 2
yes current time worlds most of leaders are very bad
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন