ফিলিস্তিনিদের ভূমি দখল প্রচেষ্টার অবসান ঘটাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। দুই রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা হুমকির মুখে পড়ে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য তিনি দেশটির প্রতি আহ্বান জানান। গত সোমবার আঙ্কারায় প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ১৯৬৭ সালের গাইড লাইন অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্রমবর্ধমান এই উত্তেজনা কোনো পক্ষের জন্য ভাল ফলাফল নিয়ে আসবে না এবং সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধান ইসরাইলেরও ইতিবাচক হবে। সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন