সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মানবিকতা আজ নীরব : এরদোগান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের চলমান সংকট জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে তুলে ধরবেন। এরদোগান বলেন, মিয়ানমারের গণহত্যায় মানবিকতা আজ নীরব রয়েছে। গত সোমবার ইস্তাম্বুলে ঈদুল আজহার ছুটির শেষ দিনে একথা বলেন তিনি। এরদোগান বলেন, মিয়ানমারে গণহত্যায় মানবতা চুপ রয়েছে। আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি উত্থাপন করব গুরুত্ব সহকারে। আমরা সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ অনুষ্ঠিত হবে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, ওআইসি’র সভাপতি হিসেবে এরদোগান জানান, রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে তিনি এ পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তুর্কি রেড ক্রিসেন্ট ও প্রধানমন্ত্রীর দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্দশার শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
৬ সেপ্টেম্বর, ২০১৭, ৩:০৭ পিএম says : 0
এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে সাধুবাদ জানাই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন