বিদ্যুৎ ও জ্বালানি এখন ক্ষমতাসীনদের লুটের খাত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের লুটপাটের সুযোগ করে দিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিশ^বাজারে যখন তেলের দাম কমছে তখন সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। যা নজীরবিহীন।
তিনি আরও বলেন, এখনতো বিদ্যুতের খরচ কমার কথা। তা না করে সরকার উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলছে গণবিচ্ছিন্ন এ সরকার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন