শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্প-এরদোগান ফোনালাপ কৌশলগত অংশীদারিত্বে গুরুত্বারোপ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরোদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনালাপ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেন বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজির প্রতি ওয়াশিংটনের সমর্থন নিয়ে যখন টানাপড়েন চলছে তখন দু’নেতা এ আলোচনা করলেন। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, তুরস্ক এবং আমেরিকার কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন দু’নেতা। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর কথাও বলেছেন তারা। এদিকে, হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে আমেরিকা ও তুরস্কের অভিন্ন প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছেন ট্রাম্প। চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে তারা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আনাদুলো,এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন