ইনকিলাব ডেস্ক : ভারতের দিল্লি বিমানবন্দরে বেওয়ারিশ কুকুর যেভাবে ঘুরে বেড়ায় তাতে এগুলোকে কেউ কেউ সন্ত্রাসী আক্রমণে কাজে লাগানোর কথা ভাবতে পারে, এমন আশঙ্কা করছেন কর্মকর্তারা। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এরকম আশঙ্কা সত্ত্বেও তারা কুকুরগুলোকে উচ্ছেদ করতে পারছে না, কারণ প্রাণীদের কল্যাণের যে আইন রয়েছে, তা এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষ সম্প্রতি দিল্লি দক্ষিণের কাউন্সিলকে এক চিঠি দেয়। এতে তারা বিমানবন্দরের বেওয়ারিশ কুকুরদের অবিলম্বে উচ্ছেদ করতে বলে। টাইমস অব ইন্ডিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন