শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি

দুর্ভিক্ষের মহাপদধ্বনি শুনতে পাচ্ছে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ৩:১৬ পিএম | আপডেট : ৩:৫৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সরকারের গোডাউনে চাল যেখানে মজুদ থাকার কথা সাত থেকে আট লাখ টন সেখানে গোডাউন ফাঁকা। চালের বদলে ইঁদুর ঘোরাঘুরি করছে। যা থাকার কথা তা নেই। সরকারি স্টেটমেন্টই বলেছে আড়াই থেকে তিন লাখ টন মজুদ আছে। জাতির এই সংকট দুর্যোগের ঘনঘটা। এটা শেখ হাসিনা ও তার দল তৈরি করেছে। এদের পতন ছাড়া এদেশে মানুষের কোন কল্যাণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকার উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত বলেছে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোন চাল রফতানি করবেনা। আজকে চাল সংকটের সময় আপনার বন্ধুরা কই। আপনি মিয়ানমার ঘাতকদের কাছ থেকে চাল আনছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন