শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সার্বিয়ায় দানা বাঁধছে শ্রমিক অসন্তোষ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দক্ষতাসম্পন্ন শ্রমিক, আইন ও উপযুক্ত পারিশ্রমিক প্রদানের বাধ্যবাধকতা না থাকায় বিদেশী বহুজাতিক কোম্পানিগুলোর কাছে সার্বিয়ার শ্রমবাজার খুবই আকর্ষণীয়। কিন্তু মজুরিসহ আরো কিছু অসামঞ্জস্যতাকে কেন্দ্র করে এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অসন্তোষ ক্রমে বাড়ছে। সার্বিয়ায় ফিয়াটের কারখানায় জুনের শেষ থেকে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে। কারখানাটির ২ হাজার ৪০০ কর্মী ১৮ শতাংশ মজুরি বাড়ানোর দাবি উত্থাপন করেছে। আপাতদৃষ্টিতে এই মজুরি বৃদ্ধির দাবি খুব বেশি মনে হলেও বাস্তব চিত্র শ্রমিকদের পক্ষেই রয়েছে। কারখানাটির কর্মীরা মাসে ৩৯৭ ইউরো মজুরি পেয়ে থাকে; যা দেশটির গড় মজুরির তুলনায় কম (৪০০ ইউরো)। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন