শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ সন্ত্রাসীর তিন জনকে হত্যা করেছে ভারতীয় বাহিনী

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করা ১০ সন্ত্রাসীর তিন জনকে হত্যা করেছে। গতকাল বুধবার এক খবরে এ কথা জানানো হয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় একটি পত্রিকা জানায়, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া ১০ সন্ত্রাসীর ভারতে অনুপ্রবেশের যে তথ্য দিয়েছিলেন, তা সঠিক। তিনি বলেন ১০ সন্ত্রাসীর তিনজনকে খতম করে দেয়া হয়েছে তিন দিন আগে। তবে বিস্তারিত আর কিছু তিনি বলেননি। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্তকারীরা নতুন করে আর কোনো তথ্য পাচ্ছে না। নিহত তিন সন্ত্রাসীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, নিহত তিন সন্ত্রাসী গত সপ্তাহে শিবরাত্রি উৎসবের সময় গুজরাট উপকূলে ঐতিহ্যবাহী সোমনাথ মন্দিরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এদের সঙ্গে আরও ৭ জন ছিল, যাদের আমরা পাকড়াও করতে পারিনি। এরা তৃতীয় কোনো একটি দেশের হতে পারে বলেও তিনি জানান। ডমস্টার জানুজা তার ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালকে তথ্য দিয়েছিলেন, পাকিস্তান থেকে লস্কর-ই-তাইয়্যেবা ও জাইশ-ই-মোহাম্মদের ১০ সদস্য ভারতে প্রবেশ করেছে। এরপর কয়েকটি বার্তা সংস্থার খবরে বলা হয়, ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো জানতে পেরেছে, এসব সন্ত্রাসী দিল্লিতে ঢুকে পড়েছে। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন