ইনকিলাব ডেস্ক : বিচ্ছিন্ন অবস্থায় বন্দি করে রাখায় সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন নরওয়েতে নির্বিচার হত্যাকা- ঘটানো খুনি অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক। মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বিবিসি। এর আগে কারাগারে নিজের বন্দি অবস্থাকে অত্যাচারের সঙ্গে তুলনা করেন তিনি। ২০১১ সালের জুলাই মাসে অ্যান্ডার্স বেরিং ব্রেইভিক অসলোর সরকারি স্থাপনায় বোমা বিস্ফোরণ ঘটান এবং উটোয়া দ্বীপে নরওয়েজিয়ান লেবার পার্টির গ্রীষ্মকালীন তরুণ ক্যাম্পে বন্দুক হামলা চালান যেখানে নিহতদের মধ্যে অনেকেই ছিল কিশোর। ব্রেইভিকের গুলিতে প্রাণ হারান ৭৭ জন নিরপরাধ মানুষ। তিনি বর্তমানে ২১ বছরের কারাবাস ভোগ করছেন। ৩৭ বছর বয়সী ব্রেইভিক নরওয়ে সরকারের বিরুদ্ধে মানবাধিকারের ইউরোপীয় কনভেনশনের দুটি ধারা লঙ্ঘন করার অভিযোগ এনেছেন। এই ধারা দুটির একটিতে ব্যক্তিগত ও পারিবারিক জীবন এর অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর এবং লিখিত যোগাযোগ এবং অমানবিক ও লাঞ্ছনাকর ব্যবহার অথবা শাস্তি বিষয়গুলো নিষেধ করা হয়েছে। বিবিসি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন