যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন কাউন্টিজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলে ১৭ জন নিহত, প্রায় ১৮০ জন নিখোঁজ ও এক হাজার ৫০০ ঘরবাড়ি, ওয়াইন উৎপাদন কেন্দ্র ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত হয়েছে। গত রোববার আগুন লাগার পর থেকে এ পর্যন্ত এসব ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির দমকল কর্মকর্তারা। শুষ্ক, উত্তপ্ত আবহাওয়ার মধ্যে প্রবাহিত জোরালো বাতাসের কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন তারা। ১৭টি বড় ধরনের আগুনের ধারা এক লাখ ১৫ হাজার একর ভূমির সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে বলে জানিয়েছেন তারা। সোনোমা কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তাদের এখতিয়ারভুক্ত এলাকার নয়জন নিহত ও ১৫৫ জন নিখোঁজ রয়েছেন। তবে আরো ৪৫ জন নিখোঁজকে পাওয়া গেছে এবং এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কিছু সংখ্যক সরিয়ে নেওয়া লোকজনের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে দপ্তরটি। নাপা কাউন্টির শেরিফ দপ্তর জানিয়েছে, তাদের এখানে নিহতদের মধ্যে শতবর্ষী চার্লস রিপি ও তার ৯৮ বছর বয়সী স্ত্রী সারা রিপি রয়েছেন। তবে তাদের মৃত্যু সংক্রান্ত আরো কোনো বিবরণ এবং অন্যান্য নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কিছু জানায়নি তারা। অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া, মৃদু বাতাস ও উপকূলীয় কুঁয়াশার সুযোগ নিয়ে মঙ্গলবার দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। রয়টার্স,বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন