শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভিয়েতনামে বন্যায় ৩৭ জনের প্রাণহানি

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভিয়েতনামে মৌসুমি নিম্নচাপে সৃষ্ট সা¤প্রতিক বন্যায় ৩৭ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে ৪০ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সংস্থা গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।তীব্র বৃষ্টির কারণে সৃষ্টি হয় ভূমিধস ও বন্যা। এতে আহত হয়েছেন ২১ জন। এ ঘটনায় স্থানীয় কতৃপক্ষ বাঁধ খুলে দিয়ে পানি অপসারণে বাধ্য হয় বলে উল্লেখ করা হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় পর্যালোচনা কমিটির ওয়েবসাইটে। আরো বলা হয়েছে, তীব্র এই দুর্যোগে কারণে ১৭০০০ এর বেশি ঘরবাড়ি খালি করা হয়েছে। ২০০ এর বেশি বাড়ি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১৮০০০ ঘরবাড়ি। আরো জানা গেছে, ৮০০০ হেক্টর ফসলী ধানিজমি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মারা গেছে ৪০০০০ গবাদিপশু। দীর্ঘ উপকূলীয় অঞ্চল সমৃদ্ধ হওয়ায় ভিয়েতনাম নিয়মিতভাবেই প্রলয়ংকারি ঝড় এবং বন্যার শিকার। সেখানে গত এক বছরে ঝড়ে মারা গেছে ২০০ মানুষ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন