আত্মহত্যার প্ররোচনা রয়েছে এমন অভিযোগ এনে বিশ্বব্যাপী সমালোচিত গেম ব্লু হোয়েলের সব লিঙ্ক ছয় মাসের মধ্যে বাংলাদেশে বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার দায়ের করা এক রিটের শুনানিতে আজ সোমবার এ নির্দেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
গতকাল রোববার তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।
ব্লু হোয়েল গেমের এই রহস্যময় ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায় খোঁজা হচ্ছে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত— ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণ করা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন