সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিদেশ গমনেচ্ছু কর্মীর ছাড়পত্র ইস্যু দ্রুত করার আশ্বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিএমইটি’র ইমিগ্রেশনে বিক্ষুদ্ধ রিক্রুটিং এজেন্সি’র অবস্থান
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ইমিগ্রেশন শাখায় বিদেশ গমনেচ্ছু কর্মীদের ছাড়পত্র ইস্যুর ফাইল আটকেপড়ায় রিক্রুটিং এজেন্সিগুলোর মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
কতিপয় রিক্রুটিং এজেন্সি’র ছাড়পত্র ইস্যুর ফাইলে বিদেশ গমনেচ্ছু কর্মীর ভূয়া ট্রেনিং সার্টিফিকিট ধরা পড়ায় এ পরিস্থিতি’র সৃষ্টি হয়েছে। এতে গত ২/৩ দিন বেশ কিছু রিক্রুটিং এজেন্সি’র ছাড়পত্রের ফাইল আটকে দেয়া হয়। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইমিগ্রেশন শাখায় আটকেপড়া ছাড়পত্রের ফাইল ছাড়িয়ে নিতে বায়রার সাবেক মহাসচিব মনসুর আহমেদ কালাম ও বায়রার সাবেক যুগ্ন-সচিব-১ আবুল বাশারের নেতৃত্বে বিক্ষুদ্ধ রিক্রুটিং এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা অবস্থান নেয়। বিক্ষুদ্ধ রিক্রুটিং এজেন্সি’র মালিকরা অবিলম্বে আটকেপড়া ছাড়পত্র ইস্যুর জোর দাবী জানান। ছাড়পত্র ইস্যুতে নানা হয়রানির প্রতিবাদে কেউ কেউ বিক্ষোভ প্রদর্শন করে। এসময়ে বিএমই’িটর মহাপরিচালক মো: সেলিম রেজার নিদের্শে অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মিটিং করে আটকেপড়া ছাড়পত্র দ্রæত ইস্যু করার আশ্বাস দেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল এন্ড এ্যাসোসিয়েটের নুরে আলম সিদ্দিকী, ক্রস ওয়াল্ড লিমিটেডের এস এম হেলাল, দি ইফতি ওভারসীজের এমডি রুবেল, কিউ কে ওভারসীজের মুনসুর আহমেদ, স্টার ম্যানপাওয়ারের মোহাম্মদ আলী খোকা ও আমান এন্টারপ্রাইজের রফিক উল্লাহ পাটোয়ারী। অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম রিক্রুটিং এজেন্সি’র মালিক প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, শ্রমবাজার সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোনো ছাড়পত্রের ফাইলে যাতে ভূয়া ট্রেনিং সার্টিফিকেট উপস্থাপন না করা হয় সে জন্য বিএমইটি’র অতিরিক্ত মহাপরিচালক সকল রিক্রটিং এজেন্সি’র প্রতিনিধিদের সজাগ থাকার অনুরোধ জানান। রিক্রুটিং এজেন্সি’র মালিক-প্রতিনিধিরা বলেন, বিদেশ গমনেচ্ছুদের ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে যাচাই-বাছাই করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্রুত একটি সফটওয়্যার খুলে যথাযথ উদ্যোগ নেয়ার অনুরোধ জানান। বিদেশ গমনেচ্ছু কর্মীদের অহেতুক হয়রানি বন্ধের লক্ষ্যে অবিলম্বে বোরাক টাওয়ার থেকে ইমিগ্রেশন শাখা কাকরাইলস্থ বিএমইটি’র নিজস্ব ভবনে হস্তান্তরের জোর দাবী জানান। এ বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাসও দেয়া হয়। এসময়ে ফিংগা শাখায় একজন কম্পিউটার অপারেটর ও একজন দারোয়ান বিদেশ গমনেচ্ছু কর্মীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ তোলা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন