ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় অন্তত ৪৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কান্দাহারের মাইওয়ান্দ জেলায় সেনাবাহিনীর ব্যবহৃত হাম্ভি জিপ নিয়ে সেনাঘাঁটিতে দুজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। হামলার আগে মাইওয়ান্দ জেলার চেশমা এলাকায় একটি সামরিক কেন্দ্র থেকে জিপ দুটি চুরি করে হামলাকারীরা। এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান। অপরদিকে, কান্দাহার পুলিশের প্রধান জেনারেল আবদুল রাজেক ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন কিন্তু হতাহতের সংখ্যা সম্পর্কে কিছু বলেননি। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আফগানিস্তানের অন্য দুটি স্থানেও হামলা হয়েছে। তবে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। আল-জাজিরার খবরে বলা হয়, ওই সেনাঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে তালেবানের সঙ্গে লড়াই চলে সেনাদের। এর একপর্যায়ে দুটি আত্মঘাতী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় তালেবান সদস্যরা। কান্দাহার প্রদেশ থেকে নির্বাচিত আইনপ্রণেতা খালিদ পাশতুন বলেন, এ হামলায় কমপক্ষে ৪১ সেনা নিহত হন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। রয়টার্স, এএফপি,আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন