শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ভারত খাদ্যের বিনিময়ে তেল কেনার চুক্তি করবে

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ভারত কৌশলগত জ্বালানি মজুদ গড়তে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে বিশেষ চুক্তি করতে চাইছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে নিজের অবস্থান কাজে লাগাতে চায় দেশটি। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাড়াতে ভারত খাদ্যশস্যের বিনিময়ে তেল কেনার চুক্তি করতে আলোচনা চালাচ্ছে। অয়েল-ফর-ফুড নামে পরিচিত এ ব্যবস্থা সম্পর্কে ভারত এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে আলোচনা করেছে। ইউএইর সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এ নিয়ে দুবার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এ আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন