ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসী হামলার শঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারায় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জার্মানি। গতকাল এ বন্ধের কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুধু দূতাবাসই নয়, ইস্তাম্বুলে জার্মান কনস্যুলেট জেনারেলের কার্যালয় এবং আঙ্কারায় জার্মান স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জার্মান দূতাবাস হুমকির সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এক বিজ্ঞপ্তিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলার শঙ্কায় গতকাল দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউরোপে আজ (শুক্রবার) ব্রাসেলসে অ্যাঙ্গেলা মার্কেলসহ ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সাথে তুরস্কের প্রধানমন্ত্রী আহমদ দাউতোগলুর বৈঠকের কথা রয়েছে। বৈঠকে অভিবাসী বিনিময় বন্ধ এবং ইউরোপগামী তুর্কী নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে একটি খসড়া নিয়ে পর্যালোচনা করা হবে।
সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন