শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সিরিয়ায় রাসায়নিক হামলায় আসাদই দায়ী : জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সিরিয়ায় সারিন গ্যাস দিয়ে রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেছে জাতিসংঘ। এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, তারা নিশ্চিত যে দামেস্কই গত ৪ এপ্রিল গ্যাস হামলার জন্য দায়ী। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ এবং রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থার যৌথ প্রতিবেদন জয়েন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজমে এই তথ্য তুলে ধরা হয়। উল্লেখ্য, ৪ এপ্রিল খান সেইখুন শহরে সারিন গ্যাস হামলায় ৮০ জনেরও বেশি প্রাণ হারান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এরজন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে দায়ী করলেও সিরিয়া বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে রাশিয়াও। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেন, আজকের প্রতিবেদনের মাধ্যমে এটাই নিশ্চিত হওয়া যায় যে আমরা অনেকদিন ধরে যা বলে আসছিলাম তা সত্যি। তিনি বলেন, এবার আমরা স্বাধীন তদন্ত দল থেকে এমন তথ্য পেলাম। আর কোনও সংশয় থাকা উচিত নয়। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেছেন, এমন ভয়াবহ যুদ্ধাপরাধের তীব্র নিন্দা জানায় যুক্তরাজ্য। আন্তর্জাতিক স¤প্রদায়কে আসাদ সরকারের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাই আমরা। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন