শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিএনপির কাউন্সিল মঞ্চে খালেদা জিয়া

প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:১৭ পিএম, ১৯ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উপস্থিত হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে উপস্থিত হয়ে কাউন্সিল মঞ্চে আসন গ্রহণ করেন। এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। কাউন্সিলের ভেন্যুতে উপস্থিত হলে হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে স্বাগত জানান তাদের নেত্রীকে।

এদিকে কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা সকাল থেকে জমায়েত হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে আসছেন।জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও এর দুই ঘণ্টা আগেই কাউন্সিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল ৮টার আগেই কাউন্সিলস্থলে উপস্থিত হয়েছেন কাউন্সিলর ও দলের নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন